পাবনায় যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল ৬টায় শ্রী শ্রী জয় কালিবাড়ি মন্দির থেকে শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে বিশাল উল্টা রথ যাত্রা বের করা হয়। এর আগে অতিথিবৃন্দরা ফিতা কেটে উল্টো রথযাত্রার উদ্ধোধন করে ও সংক্ষপ্তি বক্তব্যদের আগত অতিথিবৃন্দরা। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পুলিশ লাইন্স হয়ে পুনরায় একই স্থানে এসে শেষে হয়।

এই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৯ দিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি ঘটে। ভক্তবৃন্দরা চোখের জলে ভগবান জগন্নাথ দেব, বলরাম, শুভদ্রাকে বিদায় দেয় আগামী বছর আবারো কাছে পাওয়ার আশায়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের পাবনা সিরাজগঞ্জ বগুড়ার ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা ও হিন্দু কল্যাণ ট্রাস্টের পাবনা জেলার ট্রাস্টি জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, পাবনা শহর প্রতিনিধি দীপঙ্কর সরকার জিতু,হিন্দু মহাজোটের আহ্বায়ক আশীষ কুমার বসাক, যুগ্ম-আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, তাপস কুমার দাস, উজ্জ্বল কুমার দাস, ছাত্র মহাজোটের আহ্বায়ক শুভ মজুমদার, যুব মহাজোটের আহ্বায়ক শুভ বসাক, নয়ন সাহা, অলোক পাল, অপু সাহা, শুভ স্যান্নালসহ প্রমুখ।