ঈশ্বরদী-আটঘড়িয়া হলো পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন — তাই এ আসনে মনোনয়ন দেওয়ার আগে দলীয়ভাবে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টু।

শনিবার (৫ জুলাই) দুপুরে আটঘড়িয়ায় বিএনপির মিলনমেলার অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ঈশ্বরদী-আটঘড়িয়া আসনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই আসনে দল যাকে মনোনয়ন দেবে, তার জনপ্রিয়তা, সাংগঠনিক ভিত্তি ও ত্যাগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। ভুল সিদ্ধান্ত এ আসনে বড় ক্ষতি ডেকে আনতে পারে।”
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন জাকারিয়া পিন্টু। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে৷
আটঘড়িয়ার এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিলনমেলাটি ছিল একটি প্রাণবন্ত রাজনৈতিক মিলনস্থল, যেখানে দলীয় সংহতি ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।