ব্যস্ততম ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে দুরন্ত গতিতে চলছে দুরপাল্লার যানবাহন। এর মাঝেই নানান ভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। বাইকে তিন থেকে চার জন যাত্রা করছেন। নেই হেলমেটের ব্যবহার। চলছে তিনচাকার রিক্সা ও ভ্যান। মহাসড়কের নতুন হাট গোলচত্বর থেকে রুপপুর অংশের এই স্থানে প্রায়ই প্রাণহানীর মত দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বেশির ভাগ নিহত হয়েছেন বাইক আরোহীরা। তবুও ফিরছে না সচেতনতা। মহাসড়কের এই এক স্থানে মাত্র পাঁচ মিনিট সময়ের মাঝে দুরন্তগতিতে তাদের ঝুঁকিপুর্ণ চলাচলের কিছু ছবি নিয়েই আমাদের আজকের ছবির বার্তা। ছবি- চলতি বার্তা
১. এক বাইকে চড়ে ছুটেছেন চারজন। তিনজন বসে থাকলেও একজন পাদনির উপর রয়েছেন দাড়িয়ে। মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে খুব কষ্টে ঝুঁকি নিয়ে চলেছে তারা।
২. তিনজন নিয়ে দুরন্ত গতিতে চলছে বাইক। নেই কারো মাথায় হেলমেট।
৩. হেলমেট না পরাটাই যেন ফ্যাশন তরুনদের কাছে।
৪. ছবি তুলতে দেখে আবার নেতাদের মত হাত তুলে অভিবাদন জানাচ্ছেন একজন।
৫. তিন আরোহী সহ চলছে বাইক। নারীদের মাথায় নেই হেলমেট।
৬. পরিবারের সবাই মিলে এক বাইকে। দুরন্ত গতিতে চলছে বাইক।
৭. তিন আরোহী চলছেন পথে। এর মাঝে গল্পও চলছে।
৮. ছুটির দিন গুলোতে বেশি দেখা যায় কিশোরদের বেপরোয়া চলাচল।
৯. আরো একটি পরিবার ছুটেছেন গন্ত্যবে।
১০. গতিশীল যানবাহনের মাঝে ধীর গতির তিনচাকার যান রিক্সায় বের হয়েছে চারজন।
১১. মহাসড়কে এক রিক্সায় চলেছেন ছয়জন।
১২. একই স্থানে দাড়িয়ে মাত্র পাঁচ মিনিটে ক্যামেরায় ধরা পড়ে ছবিগুলো।
Itís nearly impossible to find educated people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks
Thanks For your valuable Comment.