
শীতের সন্ধ্যা নেমেছে। মঞ্চে তখন মৃদু আলো। নানা বয়সের দর্শকে পূর্ণ মিলনায়তন। শব্দযন্ত্রে বেজে ওঠলো ‘ আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি। আলোর ঝলকানির সঙ্গে মঞ্চে এলেন দুজন। দুই পাশে টেলিফোনে দুজন। গানের সাথে মঞ্চে আসতে থাকনে একটি করে জুটি। নৃত্যের ছন্দে মেতে উঠলো মঞ্চ। করতালিতে মুখর হলো চারপাশ। যেন শীত ছাপিয়ে উষ্ণতা পেল মিলনায়তন। এমনই আবহে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল নৃত্যানুষ্ঠান ‘নৃত্যে রূপালি ছন্দ’। বনমালী শিল্পকলা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেন কেন্দ্রের শিল্পীরা। ছুটির দিনের অলস সন্ধ্যায় এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা ।

দলীয় নৃত্যর ‘ও পাখি তোর যন্ত্রনা’ গানটির সঙ্গে দৈত নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী রিমঝিম ও বিদিপ্তা। এরপর আবারও দলীয় নৃত্য। ‘বাবারে বাবা কারে করলাম বিয়া’ পুরনো দিনের গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী রিদ্ধি, পিউ, আরহী, পরীনিতা,প্রাপ্তি, শ্রীপর্ণা, দেবাদৃত, আরোহী, বিদুষী ও অদ্রিকা। এরপর দর্শক নন্দিত সেই ‘ বেদের মেয়ে জোৎসনা’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন ওয়ারিশা ও তাফরিন। গানটির সঙ্গে যেন স্মৃতি অ্যালবামে ফিরে যান দর্শকরা। শুরু হয় মুহু মুহু করতালি। এরপর একের পর এক জনপ্রিয় সব গানের সঙ্গে নৃত্য। পরপর আরও ১০ টি পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। অন্যদের মধ্যে নৃত্য পরিবেশন করেন ঝড়া, বাপ্পি, ইমন, অর্পিতা, গুঞ্জন, রিমি, মুনিরা, মালিহা, অর্থি, নাহিয়ান সহ শিশু কিশোর শিল্পীরা। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেন আফরোজা সুলতানা ঝড়া। গান নৃত্যে সন্ধ্যাটি উপভোগ করেন শহরের সাংস্কৃতিপ্রেমী দর্শকরা।






















