শহরের ব্যস্ততম অলি-গলি। বেচা-কেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। এর মাঝেই দুর থেকে কানে ভেসে আসছে গান। “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু….”!
যুগে যুগে মানুষের মনুস্যত্বের কথা তুলে ধরা ভূপেন হাজারিকার জনপ্রিয় ও কালজয়ী এই গানটি গাইতে গাইতে এগিয়ে চলেছে কয়েকজন তরুন। কারো হাতে গিটার, কারো হাতে কাহন, কেউ বা বাজাচ্ছেন জিপসি। গানের সাথে দান বাক্স নিয়ে দোকানে দোকানে ঘুরছেন কেউ। মুলত বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করতে এভাবে গান গেয়ে পথে পথে ঘুরছেন তারা।
তিন দিন ধরে পাবনা জেলা শহরের বিভিন্ন মার্কেট ও অলি গলি ঘুরে এই অর্থ সংগ্রহ করছেন পাবনার শিল্পী সমাজ। মাহাবুবুল আলম লিটন ও কাঞ্চন রহমানের নেতৃত্বে এই দলে ছিলেন পাভেল ওয়াহিদ, সুমন সরকার, রবি রাজ, আবির রহমান, নিবির রহমান, আবির রহমান, গৌতম কুমার, মালেক ও সুমন আলী।
তারা জানান, দেশের এই দুর্যোগপুর্ন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে তারাও দাড়াতে চান। পেশাজীবি শিল্পী ও মিউজিসিয়ানদের বর্তমানে কোনো উপার্জন নেই, কারন তাদের নেই কোনো অনুষ্ঠান। তাই এই পদ্ধতিতে গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন তারা।
বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থিদের পাশাপাশি এমন আয়োজনে সাড়া দিচ্ছেন শহরবাসীও। যে যেমন পারছেন গান শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
রাস্তায় এক পথচারি বলেন, এমন ব্যতিক্রমী আয়োজন ভালো লাগলো। আসলে এই সময়ে যে যেভাবে পারেন সেভাবেই বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসা উচিৎ।
choltibarta.com এর ফেসবুক লাইভে এই শিল্পীদের গান শুনেও প্রশংসা করছেন নেটিজেনরা। ইতিবাচক মন্তব্য করে তারাও সমর্থন জানিয়েছেন পাবনা শিল্পী সমাজের এই ব্যতিক্রমী উদ্যোগকে।
ভিডিও লিংক (facebook):
https://www.facebook.com/share/v/w6kRyjCaJwaSPkNG/