
পাবনা শহরের একটি আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে ২০২৫) রাত ৯ টা থেকে রাত একটা পর্যন্ত পাবনা সেনাবাহিনী ক্যাম্প এর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের (সহকারী কমিশনার ভূমি, পাবনা সদর) সহায়তায় জেলা শহরের ইভিনিং টাচ আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত হোটেলে পাঁচ জন মহিলা যৌনকর্মী এবং ম্যানেজারসহ হোটেলের চার জন কর্মচারীকে গ্রেফতার করা হয়। অসামাজিক কার্যকলাপ এবং জনসাধারণের জীবনযাত্রায় দুর্ভোগ সৃষ্টির কারণে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) এই গ্রেফতারকৃত ৯ জনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং হাজতে প্রেরণ করেন।
বিজ্ঞপ্তি প্রতিবেদন- পাবনা সেনাবাহিনী ক্যাম্প।