আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর আসনের ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৬ টি ওয়াড সহ পৌর এলাকার কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
২৯ নভেম্বর দুপুরে শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভাতে দলীয় নেতা কর্মী ছাড়াও পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। সভাতে প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন সদর-৫ আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মনোনিত গোলাম ফারুক প্রিন্স।
সভাতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, দলের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা সহ সভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তী, সহ সভাপতি বেলায়েত আলী বিল্লু, উপদেষ্টা আব্দুল মতিন খান প্রমুখ।
সমন্বয় সভাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দলের নেতাকর্মী সহ সাধারন কর্মীদের মাঠে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়। একই সাথে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়াড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের দলের দায়িত্বরত সকল কর্মী ও নেতাদের সাধারন ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাওয়া কথা বলা হয়। একই সাথে নির্বাচন পরিচালনা কমিটি করে নির্বাচনের জন্য যে সকল কাজ রয়েছে সেটি দ্রুত এগিয়ে নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।