
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসনে লড়াই করতে চান ৩৭ জন। ৫টি আসনের বিপরীতে ৩৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব-আমেজের সঙ্গে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।।

৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৯ জন, পাবনা-৩ আসনে ৯ জন, পাবনা-৪ আসনে ৬ জন, পাবনা-৫ আসনে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, পাবনার ৫টি আসনের জন্য ৩৭ টি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো যাছাই-বাছাই করা হবে। আগামী রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় পাবনা-১ আসনে, বেলা সাড়ে ১১টায় পাবনা-২ আসনে এবং দুপুরে পাবনা-৩ আসনের মনোনয়নপত্র যাছাই করা হবে। পরেরদিন সোমবার (৪ ডিসেম্বর) সকালে পাবনা-৪ আসন এবং দুপুরে পাবনা-৫ আসনের যাছাই হবে।
তিনি আরও জানান, আশা করি উৎসব-উদ্দপনার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আচরণবিধি মেনে চলবেন। না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

এদিন দুপুরের পর থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্যযোগ্যদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আসনে বিএনএম’র প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী, পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ গালিব ও পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আরজু। প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তারা।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।