পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার ( ১৫ জুলাই) বিকেলে নাজিরগঞ্জ ঘাট এলাকায় এই কার্যালয় উদ্বোধন করেন নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা রানা মন্ডল।

উদ্বোধনকালে নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচনে পাবনা-২ আসনের সেলিম রেজা হাবিবকে ধানের শীর্ষে বিপুল ভোটে বিজয় অর্জন করার লক্ষ্যে আজকের এই কার্যালয় উদ্বোধন হলো। সেই সাথে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুসংঘটিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কার্যালয় থেকে দলীয় কার্যক্রম করতে পারবে নেতা কর্মীরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আজম শফি, সুজানগর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা বিএনপি’র অন্যতম নেতা হারুন মণ্ডল সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়।