
ঈদে পরিবারের জন্য মহিষের মাংস কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমিন (৩৭) নামের এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকালে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া টেকপাড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। এ ঘটনায় সজিবুল নামের এক যুবক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে মহিষের মাংস কেনার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রুহুল আমিন। কিন্তু এলাকার কোথাও মহিষের মাংস না পেয়ে স্থানীয় যুবক সজিবুলকে সঙ্গে নিয়ে পাবনার টেবুনিয়া বাজারে যান । সেখান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে সকাল ৯ টার দিকে চাটমোহর মুলগ্রাম কড়ইতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রুহুল আমিন মারাত্মক হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম। তিনি বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি।