
সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি জানিয়েছেন পাবনা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ভাঁড়ারার শ্রীপুরে খতিব আ. জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি জানান তারা। দোগাছি ও ভাঁড়ারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক মাহমুদন্নবী স্বপনের সহযোগিতায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদুন্নবী স্বপন। এছাড়া জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আ. গফুর, জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সহ শীর্ষ নেতারা এতে বক্তব্য দেন।
বক্তারা জানান, একটি ফ্যাসিস্ট সরকারের অপশাসনের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়ি ঘুমাতে পারে নাই। হামলা, মামলা ও গুমের আতঙ্কে দিন কেটেছে। কিন্তু হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। সেই ফ্যাসিবাদ যেনো আর না ফিরে আসে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তারা জানান, যে আওয়ামীলীগের হাতে এখনো অসংখ্য ছাত্রজনতার রক্ত, সেই দল এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে বলেও জানান বক্তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভাঁড়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খয়বার উদ্দিন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাপ্পান, সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. আলিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব আকাশ, সহ দপ্তর সম্পাদক এস.এম আদনান উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, সরকারি শহিদ বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাসিম হোসেন, স্থানীয় বিএনপি নেতা বাদশা মেম্বার, লেলিন মেম্বার, বাবুল আখতার, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহিল কাফি ও তায়জুল ইসলাম সহ আরো অনেকেই।