
পাবনায় ভোক্তা অধিকারের অভিযান বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায়।
বৃস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে পাবনা শহরে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
এসময় আল শেফা ফার্মেসিকে বেশি দামে মেডিসিন বিক্রয়, পিজিশিয়ান স্যম্পল রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা, বিশ্বাস ফার্মেসিকে একই পাশে অবস্থিত পিজিশিয়ান স্যম্পল প্রচুর থাকায় ১০ হাজার টাকা জরিমানা, তামিম ড্রাগ হাউজ কে ১০ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকারচে মুরগীর দাম বেশি রাখায় ১ হাজার টাকা জরিমানা ও মার্কেটে লাল টিপে ড্রেসের মুল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, এছাড়া সোনারপরি কে অত্যাধিক দামে জামা কাপড় বিক্রয়ে ১০ হাজার, আমদানিবিহীন কস্মেটিক এর জন্য ৫ হাজার সহ মোট ৫৯ হাজার জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি বলেন, আসন্ন ঈদকে পুঁজি করে যে সকল ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করছে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা যেন স্বাচ্ছন্দে তাদের পণ্য কয় করতে পাড়ে।
অভিযুক্ত দোকান মালিকগণ বলেন,আগামীতে এইরকম অপরাধ থেকে আমরাও বিরত থাকবো। অভিযানে র্যাব চৌকস টিম, পুলিশ পুলিশ সদস্যবৃন্দ ও ক্যাব সেক্রেটারি এস এম মাহাবুব উপস্থিত ছিলেন।