
পাবনার ঈশ্বরদীতে রেলগেট খোলা রেখে সান্টিং ইঞ্জিন রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে পড়ে। এ ঘটনায় সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গতকাল সন্ধা ৭টার দিকে ঈশ্বরদী পৌর শহরের রেলগেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবংব্যাটারী চালিত রিকশা রেলগেট পার হচ্ছিলো। সে সময় রেলপথের একটি সান্টিং লোকোমটিভ ইঞ্জিন এসে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং রিকশাকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়।এঘটনায় সিএনজির চালক, যাত্রী ও রিকশাচালকসহ সাতজন আহত হন।

আহতরা সবায় রুপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রে কর্মরত। আহতদের ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান ট্রেন চালক তোফায়েল আহমেদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলগেট অতিক্রম করছিল এ সময় রেলগেট অরক্ষিত ছিল এবং ট্রেনের ইঞ্জিন থেকে কোন প্রকার হর্ন বাজানো হয়নি।
পাকশী রেলওয়ে থানার পরিদর্শক জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সিএনজির চালক, যাত্রী ও রিকশাচালকসহ সবাই ভালো আছে।এ ঘটনায় রেলের উদ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরির্দন করেছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ মুঠোফোনে বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনার তদন্ত করে লোকোমাস্টার চালক ও গেটম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।