জেলা শহর পাবনার অন্যতম শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজের “সমাজবিজ্ঞান” বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে আলোকিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। নবীন প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকদের আগমে উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। ২৫ বছর পুর্তি দিনটিকে স্মরণ করে রাখাতে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে ক্যাম্পাস প্রাঙ্গণে চলছে উদ্যোক্তা মেলা।
“এসো মিলি প্রাণের টানে শিক্ষালয়ে, উৎসবে মেতে উঠি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী উপলক্ষে উৎসবে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। আলোকিত করা হয়েছে অনুষ্ঠানস্থল সহ বিভাগ প্রাঙ্গণ। এরই মধ্যে অনুষ্ঠান উপভোগ করতে প্রাক্তন শিক্ষার্থী- শিক্ষক মন্লীডরা আসতে শুরু করেছেন স্মৃতি বিজরিত প্রিয় ক্যাম্পাসে। ২৫ বছরে পদার্পণ উপলক্ষে চারদিনব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। আলোক সজ্জায় সজ্জিত হয়েছে ক্যাম্পাস। রাতের ক্যাম্পাস আলোকিত হয়ে উঠেছে রঙিন আলোয়। শিক্ষার্থীসহ স্থানীয়রা দেখতে আসছেন মেলার আয়োজন।
১৪ জানুয়ারি সন্ধ্যায় চারদিনব্যপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষক প্রফেসর মোঃ আব্দুল অওয়াল মিয়া, এসময় উপস্থিত ছিলেন উৎসবের আহবায়ক বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ.কে এম শওকত আলী খান। বিভাগের শিক্ষাক শিক্ষার্থীদের নিয়ে গেঠে ফিতাকেটে ও মেলা প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদেও সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হাসান, শিক্ষক ড. মোঃ হাফিজ ইসলাম, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর মোঃ ওহিদুর রহমান প্রমুখ।
মেলা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে দ্বিতীয় দিনে রয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি। তৃতীয় দিনে উৎসবর্যালী, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, ফ্লাস মব, প্রাক্তত শিক্ষক শিক্ষর্থীদের স্মৃতিচারণ, আলোচনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নির্মিত ডক্যুমেন্টারি প্রদর্শন, র্যাফেল ড্র ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষদিনে রয়েছে ঢাকা থেকে আগত দেশের সুনামধণ্য অতিথি শিল্পিদের পরিবেশনায় উন্মুক্ত কনসার্ট। গান পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী।
চারদিনব্যাপী এই রজত জয়ন্তী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুধু উৎসবের আমেজই নয় নতুন করে বন্ধনের সৃষ্টি হবে সকলের মাঝে এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা। ১৮৯৮ সালে স্থাপিত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় ১৯৯৯ সাল থেকে। সময়ে সাথে ২৪টি ব্যাচ এরই মধ্যে শিক্ষা কার্যক্রম সমাপ্ত করেছেন। বর্তমানে এই একটি বিভাগেই প্রায় ১৮শো শিক্ষার্থী অধ্যায়ণ করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে নিবন্ধণ করেছেন প্রায় ১৩ শ শিক্ষার্থী। ১৪ জানুয়ারী সন্ধ্যায় শুরু হওয়া চারদিনব্যাপী এই অনুষ্ঠান সমাপ্ত হবে আগামী ১৭ জানুয়ারী।