‘রক্তদাতা বীরের সমান তাইতো করি শ্রদ্ধা, রক্ত দিয়ে জীবন বাঁচায় তারাই আসল যোদ্ধা’ এই স্লোগানে পাবনার আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার সকালে আটঘরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম।
আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর রুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার, আটঘরিয়া মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, পাবনা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম জাহিদ।
অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা পাঁচজন সহ বিভিন্ন সময় আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবকে সহযোগিতা করার জন্য মোট ১৭ জনকে সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য, গত এক বছরে আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে প্রায় ২৫০ ব্যাগ ব্লাড ডোনেট করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বন্যা, শীতের সময় শীত বস্ত্র বিতরণ, অসহায় মানুষেদের সহায়তা, এতিম বাচ্চাদের ইফতার করানো সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।
#