নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান প্রবাসী বগুড়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের এবং দেশে রেমিট্যান্স না পাঠানোর তার ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিলে বাংলাদেশে তার পরিবারের উপর এক দল আ. লীগের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় ও মারধর করে এবং পরিবারের সবাইকে জীবন নাশের হুমকি দেয়।
গত (১৯ জুলাই) তার নিজের ফেসবুক পেইজে পোস্টটি করে (২১ জুলাই) রবিবার তার বাড়িঘর হামলার শিকার হয়। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার দুপচাচিয়ার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া মোঃ জালাল প্রামানিকের বাড়িতে।
অস্ট্রেলিয়ান প্রবাসী মো শফিকুল ইসলামের বাবা জালাল বলেন, যদি তোর ছেলে বিদেশে বসে কোন প্রকার সরকারবিরোধী সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট বা স্ট্যাটাস দেয় তাহলে সবাইকে জেলে ঢুকিয়ে দেব। প্রতিনিয়ত বিদেশ থেকে এনে হত্যা করার হুমকি প্রদান করে সরকার বিরোধী দোষরা।
প্রবাসী শফিকুল ইসলাম বলেন, প্রবাসী রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সচল হয়। দেশে স্বৈরাচার ও গণহত্যা রুখে দাঁড়াতে আমি আমার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী এবং সকল প্রবাসির উদ্দেশ্যে দেশে রেমিট্যান্স না পাঠানোর জন্য ফেসবুকে একটা ভিডিও বার্তা দেই। এই ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচারী সরকারের একদল গুন্ডাপান্ডা এসে বাড়িঘর ভাঙচুর করে এবং আমার বাবা মা কে মারধর করে এবং তাদেরকে নানা রকম হুমকি ধামকি দেয় তারা আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। ফলে আমার পরিবার এখন নানা রকম আতঙ্কের মধ্যে জীবন যাপন করতেছে তারা আমাকে দেশে না যাওয়ার জন্য বলে এবং প্রচন্ড কান্না করে, এমন তো অবস্থায় দেশে গেলে তারা আমাকে দেশদ্রোহী বলে মেরে ফেলবে?