
আ. লীগ দলের নেতাকর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের সানুষের উপর গণহত্যা চালিয়েছে। ১৪ দলসহ স্বৈরাচার আ. লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার বিকালে শহরের পিসিসিএস এর সস্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন ববি হাজ্জাজ।
বক্তব্য তিনি বলেন,এদেশের আন্দোলনরত সাধারন মানুষ ও শিক্ষার্থীদের উপরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে গণহত্যা চালিয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে গুলিকরে হত্যা করেছে খুনি হাসিনা। সেই ফ্যাসিস সরকারকে আমরা রক্তদিয়ে যুদ্ধ করে হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীতে সারা বাংলাদেশে আমাদের দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
সম্মেলন উদ্বোধন করেন দলের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান।
দলের ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মোমিনুল আমিন ,সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সাথে নিয়ে পাবনা জেলা সদরে কেন্দ্রীয় আরিফপুর কবর স্থানে পাবনায় আন্দোলনে নিহত শহীদ জাহিদুল ইসলাম ও মাহাবুব ইসলাম নিলয়ের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন দলের নেতাকর্মীরা।