পাবনা প্রতিনিধি
ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে সারাদেশের ন্যায় পাবনাতেও বিশাল র্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে ।
রবিবার সকালে রায় বাহাদুর গেটের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে জেলা স্কুল, পুলিশ লাইনস হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রায় বাহাদুর গেটের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন পাবনা এরিয়ার এরিয়া ম্যানেজার মীর তারিফুল হক ও মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা-পাবনা, ওয়ালটন প্লাজা-বাস টার্মিনাল, ওয়ালটন প্লাজা-রাধানগর, ওয়ালটন প্লাজা-আতাইকুলা, ওয়ালটন প্লাজা-আটঘড়িয়া ম্যানেজারবৃন্দ।