আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্ব-শরীরে হাজির হয়ে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেন।
এর আগে গত ০২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’ এমন বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সবুজ।
০৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত।
পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম সোমবার (০৪ ডিসেম্বর) সকালে তলবের নোটিশ জারী করেন। মঙ্গলবার মিজানুর রহমান সবুজকে স্ব-শরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নিদেশ দেয়া হয়।
এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।
তবে আদালত সুত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নিবাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেয়া হবে।