তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়া উপজেলার কাকমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা খাতুন(৫৫) কে লাঠিশোটা দিয়ে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে।
এঘটনায় ওই শিক্ষক আটঘরিয়া থানায় একটি অভিযোগ করলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর এক সপ্তাহ পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কাকমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খাতুন বলেন, গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্র অন্য এক ছাত্রীকে আই লাভ ইউ বললে ছাত্রীর অভিযোগে ওই শিক্ষক ছাত্র-ছাত্রীকে শাসন করেন।
পরে ওই ছাত্রী বাড়ীতে গিয়ে তার নানা, নানী ও মামাকে বিষয়টি খুলে বললে, মুন্না, সোলাইমান হোসেন, কিরণ এক জোট হয়ে শিক্ষক শাহিনা আক্তারকে জিগার ডাল, জিআই পাইপ, কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে জখম ও রক্তাক্ত করে আহত করেন।
আহত শিক্ষককে চাকরি যাওয়ার হুমকি দেয় তারা। নিরুপায়হীন শিক্ষক শাহিনা আক্তার থানায় ও যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিলে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ ঘটনা স্থল তদন্ত করেন। এসময় অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে শিক্ষক এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।