দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-৫ (সদর) আসনে পাবনাবাসীর ভাবনা শীর্ষক নাগরিক মঞ্চের মতবিনিময় সভা শুক্রবার বিকেলে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের মহাসচিব কমরেড জাকির হোসেনের আমন্ত্রণে আয়োজিত মতবিনিময় সভায় রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবীদ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময়ে বক্তারা দাবী করেন, পাবনা-৫ আসনে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য, ছাত্র রাজনীতিতে আষ্টেপৃষ্টে জড়িত, সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকবেন এমন প্রার্থী চান। তারা বলেন, নির্বাচনের সময়ে অতিথি পাখি হয়ে আসা কোন প্রার্থী আমরা চাই না। আমরা সেই প্রার্থী চাই যিনি এলাকায় থেকে জনগনের কাজে ঢাকায় যাবেন। সংসদে কথা বলবেন৷ এলাকার মানুষের সুখ দু:খে সব সময় পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন।
মতবিনিময় সভায় আসন্ন সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে নাগরিক মঞ্চের প্রার্থী হিসেবে কমরেড জাকির হোসেনের নাম প্রস্তাব করেন।
সাবেক ছাত্রমৈত্রীর নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে উন্মুক্ত ভাবনা ব্যক্ত করেন ন্যাপের পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম মনি, বাম নেতা আনিছুর রহমান, পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদ মোহাম্মদ ইব্রাহিম, শিক্ষক, কবি ও গবেষক ড. মনসুর আলম খোকন, ব্যবসায়ী নাসির উদ্দিন, ব্যবসায়ী আবিদ হাসান, সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল, চেম্বারের পরিচালক মিন্টু, শ্রমিক নেতা পাভেল হাসান জাহাঙ্গীরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।