শহর প্রতিনিধি, পাবনা
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাবনা শাখার শিল্পীদের সম্মেলক গান। ছবি- চলতি বার্তা
ঘড়ির কাটায় সময় তখন ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা। মিলনায়তনের আলো নিভে আলোকিত হয়ে উঠলো মঞ্চ। সমবেত কন্ঠে সেখান থেকে সুরে সুরে ছড়িয়ে গেলো “জগত জুড়ে উদার সুরে” ও আকাশ জুড়ে শুনিনু এই বাজে”। সেই সাথে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রবীন্দ্র স্মরণ সন্ধ্যা’।
সম্মেলক নৃত্য পরিবেশন করেন প্রিয়ঞ্জনা, বিদিপ্তা, সাজিদ, মালিহা ও আরাধ্য। ছবি- চলতি বার্তা
মারুফা মঞ্জরী খান সৌমীর নেতৃত্বে সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাবনা শাখার শিল্পী শংকর বিশ্বাস, সমীর মজুমদার, নমিতা রায়, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, শাপলা সাহা, অনিন্দ্য চৌধুরী, রাইসা আমিন ও রওনাক নোশিন নেহা। গান শেষে হতেই ’ঝর ঝর ঝরে রঙের ঝরনা’ গানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন প্রিয়ঞ্জনা, বিদিপ্তা, সাজিদ, মালিহা ও আরাধ্য। এরপর সম্মেলক আবৃত্তি নিয়ে আসেন সীমান্ত, উজ্জল, মিজান, শাহিন, সঞ্চিতা, নেতা, অন্তরা, ফাহমিদা, তানাকা, বকুল ও মৌটুসী।
সম্মেলক আবৃত্তি পরিবেশন করেন সীমান্ত, উজ্জল, মিজান, শাহিন, সঞ্চিতা, নেতা, অন্তরা, ফাহমিদা, তানাকা, বকুল ও মৌটুসী। ছবি- চলতি বার্তা
এর পর সেদিন দুজনে গানের সাথে নৃত্য পরিবেশন করেন ঝড়া ও বাপ্পি। নৃত্যের পর আবারো ‘ডাকবোনা ডাকবোনা’ একক সঙ্গীত নিয়ে আসেন জহুরুল ইসলাম সেলিম। আরো শোনা যায় মৃত্তিকা বিশ্বাসের ‘বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো’ ড. মো. হাবিবুল্লাহ্’র তোমরা যা বলো তাই বলো ও বাবলু বসাকের ‘এই উদাসী হাওয়ার পথে পথে’
সেদেন দুজনে দুলেছিনু বনে গানে দ্বৈত নৃত্য। ছবি- চলতি বার্তা
একক সঙ্গীত শুরু হয় মারুফা মঞ্জরী খান সৌমীর ’আমি বহু বাসনায় প্রাণপণে চাই’ গাটির মাধ্যমে। শংকর বিশ্বাসের ‘হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড়’, লেয়া সরকারের ‘আমার নিশীত রাতের বাদল ধারা’, আমিত অভ্রের ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও শেখ তোজা ফাহমিদা চাঁদনীর কন্ঠে ‘ঘরেতে ভোমর এলো গুনগুনিয়ে’ একক সঙ্গীত উপভোগ করেন দর্শক।
সম্মেলক আবৃত্তি কাব্যনাট্য ‘বীর পুরুষ’ । ছবি- চলতি বার্তা
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো সম্মেলক আবৃত্তি কাব্যনাট্য ‘বীর পুরুষ’। এতে অংশগ্রহন করেন আফিয়া, আয়মান, রায়না, সাজিদ, আহনাফ, সাইফান, আয়ান, জাহিদ, সাদাব, নৃবা, জারা ও মালিহা। ‘নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়’ গানের সাথে বাপ্পি, ইমন ও সীমান্তের সম্মেলক নৃত্যের মাধ্যমে শেষ হয় স্মরণ সন্ধ্যার এই আয়োজন।
সম্মেলক নৃত্য। ছবি- চলতি বার্তা
অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় চিলেন প্রলয় চাকী, নৃত্য পরিচালনায় আফরোজা সুলতানা ঝড়া, আবৃত্তি পরিচালনায় মাজেদা পারভীন বকুল ও সঞ্চালনা করেন হাবিবুল্লাহ জোয়ারদার। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ্। রেইন শাওয়ার নিবেদিত ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র।