সাদাকালো হলেও দেখতে সুন্দর, ক্ষুদ্রাকৃতির এই পাখিদের বাংলা নাম ‘ছোট পানচিল’ (Little Tern)। প্রজনন মৌসুমে জোড়া তৈরীর জন্য স্ত্রী পাখিকে খুশি করতে পুরুষ পাখিরা পানিতে ছোঁ মেরে মাছ শিকার করে নিয়ে আসে এবং ঠোটে তুলে খাইয়ে দেয়। এই সময় জোড়ায় জোড়ায় পাখিরা মাছ খাওয়ানো নিয়ে ব্যস্ত সময় পার করে। সঙ্গী পছন্দ হলে প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয় পাখিরা। তারপর ডিম দেয় চরের বালুতে। বাচ্চা ফোটার পর আবার ওদের মাছ শিকার করে খাওয়াতে ব্যস্ত হয়ে যায় পাখিরা। পদ্মার চরে মার্চ থেকে জুলাই-আগস্ট পর্যন্ত এদের দেখা যায়। তবে আবাস্থলে নানা প্রতিকুল পরিবেশ সৃষ্টি হওয়ায় এই পাখিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পাখিরা ভয় পায় জন্য তাদের বিরক্ত না করে অতি সাবধানে সময় নিতে তাদের সাথে মিশে তারপর ছবি তুলতে হয় আলোকচিত্রীদের। পদ্মার চরে ছোট পানচিল পাখিদের কিছু ছবি নিয়ে আজকের এই ছবির বার্তা। ছবি- চলতি বার্তা
১. সঙ্গীর অপেক্ষায় ছোট পানচিল পাখিটি।
২. উড়ে আসছে আরো একটি পাখি।
৩. পুরুষ পাখিটি ঠোঁটে করে মাছ শিকার করে নিয়ে আসছে স্ত্রী পাখির জন্য।
৪. স্ত্রী পাখিটি এবার নজর দিয়েছে সেদিকে।
৫. মাছ নিয়ে এগিয়ে যাচ্ছে পাখিটি। খাওয়া জন্য প্রস্তুত স্ত্রী পাখি।
৬. ঠোঁটে মাছ তুলে দিচ্ছে পাখিটি।
৭. মাছ খাওয়ায় ব্যস্ত স্ত্রী পাখিটি।
৮. মাছ খেলেও মন গলেনি এখনো স্ত্রী পাখির।
৯. মাছ আনতে আবার উড়ে যাচ্ছে পুরুষ পাখি।
১০. সঙ্গীর অপেক্ষায় থাকা পাখির ছবি তুলছেন আলোকচিত্রী। পাখিদের বিরক্ত না করে অতি সাবধানে সময় নিতে তাদের সাথে মিশে তারপর ছবি তুলতে হয় আলোকচিত্রীদের।
১১. মাছের জন্য উড়াউড়ি করছে পাখি।
১২. আবার মাছ নিয়ে হাজির।
১৩. খাইয়ে দিচ্ছে আবার।
১৪. ঠোঁটে তুলে চলছে মাছ বিনিময়।
১৫. চোখের পলকে মাছটি খেয়ে নেয় স্ত্রী পাখিটি।
১৬. এবার সঙ্গীকে ডাকাডাকি শুরু হলো।
১৭. পুরুষের ডাকে এবার সাড়া দিয়েছে স্ত্রী পাখিটি।
১৮. সাড়া পেয়ে কাছাকাছি এসেছে পুরুষ পাখিটি।
১৯. স্ত্রী পাখিটির মন জয় করেছে পুরুষ পাখিটি।
২০. পানচিল পাখিদের প্রয়ণের ধাপ গুলো চলে দীর্ঘ সময় ধরে।