আসন্ন কোরবানির ঈদে গবাদী পশুর কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা, সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জনসচেতনতা বৃদ্ধিতে পাবনায় প্রচার অভিযান চালিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে প্রচার অভিযানের অংশ হিসাবে সাধারন পথচারী ও ব্যবসায়িদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে দেশের প্রতিটি জেলা-উপজেলার হাট-বাজারে ব্যবসায়ি প্রতিষ্ঠানে এই প্রচার অভিযান করে প্রচার লিপলেট বিতরণ করা হয়।
সপ্তাহব্যাপী এই প্রচার অভিযানের শেষদিনের কর্মসূচিতে আংশগ্রহণ করেন, পাবনা বিসিক শিল্প নগরীর ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক জিকে সাদি, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সাংবাদিক অবুল কালাম আজাদ, সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পশু কোরবানির পরে চামড়া ছেলার সময়ে সঠিক নিয়ম অনুসরণ না করায় অসচেতনতার কারনে কাঁচা চামড়া কেটে নষ্ট হয়ে যায়। এই চামড়া যারা ক্রয় করেন বা সংরক্ষণ করেন তারা নিয়ম অনুসরণ না করায় চামড়া নষ্ট হয়ে যায়। যার কারনে অনেক ক্ষেত্রে ব্যবসায়ি বা বিক্রেতারা সংরক্ষিত কাঁচা চামড়ার সঠিক মূল্য থেকে বঞ্চিত হন। তাই সরকারের দেয়া প্রচার লিফলেট দেখে নিয়ম অনুসরণ করে চামড়া ব্যবস্থাপনা ও সংরক্ষণ করলে এই জাতীয় সম্পদ থেকে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে।