কোরবানী ঈদকে সামনে রেখে গরু পালন করেন পাবনার খামারীরা। তার মাঝে অনেকে আবার দুই-একটি গরু বেশ বড় করেন সময় নিয়ে। তেমনি প্রবাস ফেরত আব্দুল মালেক মোল্লার খামারে বেড়ে উঠা বিশালাকৃতির একটি গরু।
‘নেয়ামতুল্লাহ’ নামের গরুটির ওজন হয়েছে ৩০ মণ। দেশীয় পদ্ধতীতে পালিত চার বছর বয়সী গরুটির দাম তিনি হাঁকিয়েছেন ২২ লাখ টাকা। তবে এই দামেই যে তিনি গরুটি বিক্রি করবেন এমন নয়। দামাদামী করে গরুটি কেনার সুযোগ রয়েছে।
যোগাযোগ: আব্দুল মালেক মোল্লা, চরমাধপুর, দাপুনিয়া, পাবনা। ফোন: 01791 452260






