পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুতে আহাজারি করছেন স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী, পাবনা। ছবি- চলতি বার্তা
সংবাদদাতা, ঈশ্বরদী, পাবনা
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলকাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয়রা জানান, দুপুরে আড়াইটার দিকে সাঁড়া গোপালপুর এলাকার নিহতদের বাড়ির পাশের মানিক হাজীর পুকুরে তিনজন গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। এসময় একপথচারী বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুপুর অনুমান ২টার পরে ঈশ্বরদীর সাড়া গোপালপুর মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।