পাবনায় ১০ বিঘা আয়তনের একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ( ১১ মার্চ ) দিনগত রাতে কোন এক সময় সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আসিয়াব মোড় নামকস্থনে আলম হোসেনের পুকুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী জানান, কে বা কারা রাতের অন্ধকারে শত্রুতা বসত পুকুরের পানিতে কীটনাশক প্রয়োগ করে। সকালে স্থানীয়রা পুকুর পাড়ে গেলে পুকুরে মরা মাছ ভেসে থাকতে পেয়ে আমাকে খবর দেয়।
প্রথমে কিছু মাছ পুকুরে ভাসতে দেখা গেলে একটি মাছ নিয়ে জেলা মৎস্য অফিসে নিয়ে গেলে তারা পরিক্ষা করে বিষাক্ত কীটনাশক আলামত পায়।
১০ বিঘার এই পুকুরে শিং, টেংরা, রুই, কাতলা ও সিলভার কার্পসহ বিভিন্ন কার্প জাতের মাছ চাষ করতেন তিনি। রাতে প্রতিহিংসার বসে করে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে এতে আমার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এই পুকুর ঘিরে এলাকায় মৎস্য জীবিকা নির্বাহ করতে অনেক পরিবার তারা এখন মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।