
পাবনার সাঁথিয়ায় ককটেল পেট্রোলবোমা বানানোর সময় বিষ্ফোরণে নিকবার হোসেন(৩৫)নামে এক যুবক আহত হয়েছে।সে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল এবং পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করছেন। গতকাল রোববার(৯মার্চ)রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আহত যুবক পলাতক রয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল রোববার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসি। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ৬টি লালটেপ জড়ানো ককটেল এবং ৫টি কাঁচের বোতলে পেট্রোল বোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করে।
এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিষ্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় বিষ্ফোরণ হতে পারে। তবে কেন বোমা তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।