পাবনার ঈশ্বরদীতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করায় দুইটি সারের দোকানীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ দুপুরে ঈশ্বরদী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উপজেলার পৌর শহরের মৌসুমি এন্টারপ্রাইজকে বেশি দামে সার বিক্রয়, ভাউচার ও স্টক রেজিস্ট্রার না থাকায় ৩০ হাজার টাকা এবং মুলাডুলি বাজারে মেসার্স মন্ডল এন্ড ব্রাদার্স বেশি দামে সার বিক্রয় করার অপরাধে ১২ এবং একই বাজারে ঔষুদের দোকানে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈশ্বরদী গুড় বাজারে আমজাদ গুড়ের দোকানে ভেজাল গুড় বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং কাঁচা বাজারে আলুর দাম বেশী রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, অতিরিক্ত দামে সার বিক্রয় করে ভাউচার প্রদান না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার, লাইসেন্স বিহিন ঔষুদ বিক্রির অপরাধে ১৫ এবং ভেজাল গুড় বিক্রয়ের অপরাধে ১০ হাজার এবংবেশী দামে আরু বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন দোকানে সরকারি আইন মেনে ব্যবসা করার জন্য সচেতন করা হয়। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় অভিযানে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা।