পাবনার ঈশ্বরদীতে ছাত্র-জনতার গণ আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ প্রাপ্ত আহতরা হলেন মহনা টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি
হুজ্জাতুল্লা হিরা পিতা আক্কেল আলী, মাই টিভি ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান পিতা মৃত ইমাম উদ্দিন নূরী, রিপন আলী ওরফে রাশেদুল ইসলাম পিতা নান্দু মোল্লা, নজরুল ইসলাম পিতা আব্দুর রশিদ।
আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আহতদের মাঝে ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুধীর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সহ গণমাধ্যমকর্মি ও সূধীজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুধীর কুমার দাশ বলেন, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণ আন্দোলনে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য ও আহতদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। যারা আন্দোলনে আহত হয়েছে তবে এখনো আবেদন করেননি তাদের দ্রুত আবেদনের আহ্বান জানান।