পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা পৌর এলাকার ২শ ১১জন অসহায়ের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মক্তবে তিনি নিজে উপস্থিত থেকে প্রত্যেককে এক হাজার করে মোট ২ লাখ ১১ হাজার টাকা প্রদান করেন।
দুর্মুল্যের বাজারে ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এ নগদ অর্থ প্রদান জানিয়ে প্রিন্স এমপি বলেন, ঈদে যেনো কারো মুখ মলিন না থাকে, সবাই যেনো প্রফুল্লতার সাথে ঈদ উদযাপন করতে পারে। এদিকটা বিবেচনায় রেখে প্রতিবছরই চেষ্টা থাকে অসহায়দের পাশে থাকার। এই ধারাবাহিকতা বজায় থাকবে। সর্বোপরি সুখে দুখে মানুষের পাশে থাকার অঙ্গীকার পালনে বদ্ধপরিকর রয়েছেন বলেও জানান এই সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি ও সুবিধাভোগী সহ অনেকেই।