‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগান সামনে রেখে বন্য প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্য প্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে দেশজুড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে এ অলিম্পিয়াডের।
পাবনায় স্কয়ার স্কুল এন্ড কলেজে প্রচারনা ও প্রস্তুতি মুলক ক্যাম্পেইনের মাধ্যমে শেষ হলো জেলার নিবন্ধন কার্যক্রম। ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পাদন করেন রিয়াজ হোসেন হামজা, তাহসিন সুলতানা ওশিন, অফ্রিদা আলম বর্ষা, রিয়াদ, বাঁধন ও সোয়াদ। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে ওয়াইল্ডলাইফ ও ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারনা দেন প্রথমআলো’র ফটোসাংবাদিক ও নেচার এন্ড ওয়াইল্ডলাইফ কনসারভেশন কমিউনিটি (https://www.facebook.com/groups/NWCC.BD) এর সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ৬৪ জেলায় এ অলিম্পিয়াড আয়োজিত হবে। দুটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে ৩০টি প্রশ্নে ও জাতীয় পর্যায়ে ৪০টি প্রশ্নে পরীক্ষা দেবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড।
“পাঠ্যবই এবং পাঠ্যবইয়ের বাইরে বন্যপ্রাণী ও এদের আবাস্থল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দেশব্যাপী এই ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। নানা কারণে আমাদের পরিবেশ আজ সঙ্কটাপন্ন। বন্য হাতির দল থেকে শুরু করে পাখি, এমনকি সাগরের তলদেশের প্রাণীরা হুমকির সম্মুখীন হচ্ছে। গত একশো বছরে দেশ থেকে বিলুপ্ত হয়েছে ৩১ প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের বিলুপ্তি ও বিপদাপন্ন হওয়ার ফলে বিঘ্নিত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য, যা মানুষের ওপরেও বিরূপ প্রভাব ফেলছে। বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা এখন তাই কেবল দরকারি নয়, বরং অপরিহার্য হয়ে পড়েছে। তাই সকল পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি কিশোর-কিশোরীদেরও সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
গত (৭ মার্চ ) বন্যপ্রাণী ও বিভিন্ন বাস্তুতন্ত্র রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে উদ্ধুদ্ধ করতে দেশ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে “স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য” শ্লোগানে প্রথমবারের মতো আয়োজিত ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের উদ্বোধন উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী জানান, এ বছর সারাদেশে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৪টি ভেন্যুতে জেলা পর্যায়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সকল মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা বা সমমান পর্যায়ের যেকোন শিক্ষার্থী স্কুল/কলেজ ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। বিজয়ীদের জন্য থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার। জেলা পর্যায়ের অলিম্পিয়াডে সকল অংশগ্রহণকারী ই-সার্টিফিকেট পাবে। জেলা পর্যায়ের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০হাজার, ৩০হাজার ও ২০ হাজার টাকা।