
পাবনার আটঘরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মজিদ এর বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট, নগদ টাকা, স্বর্ণ ছিনতাই ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে মহিলা সহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তরচক জালালেরঢাল পশ্চিমপাড়া গ্রামে।
এঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,৭ এপ্রিল রাত আটটার দিকে উত্তরচক জালালেরঢাল পশ্চিম পাড়া গ্রামের মজিবর রহমান এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে
বাছির ফকির গং অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। পরে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে বাছির ফকির, আরশেদ ফকির, খোরশেদ ফকির গং এলো পাতাড়ি ভাবে কিল-ঘুষি, লাথি মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়। তার আত্নচিৎকারে আত্নীয় স্বজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করে।
পরে রাত সাড়ে আটটার দিকে বাছির ফকির, আরশেদ ফকির, খোরশেদ ফকির গং বাঁশের লাঠি,কাঁঠের বাটাম, লোহার রড, জিআই পাইপ, এবং দেশি অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে ১৫/২০ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর,থাই গ্লাসের জানালা, মোটরসাইকেল ভাংচুর করে।
এসময় বাড়ীতে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১২ আনা একটি স্বর্ণে চেন ছিনতাই করে তারা নিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।