পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা।
রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শিশুদের মাঝে ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান , উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, সাংবাদিক রিজভী জয়,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য শরিফুল হক পলাশ, রেজাউল করিম মুরাদ, ইমরোজ খন্দকার বাপ্পি, আরিফুল ইসলাম মিঠু, জেসমিন আরা, ইমরান শেখসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।