পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ফখরুল ইসলাম সাহেব, নির্বাচন দেখে ভয় পান কেন? পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান কেন? ভাওতাবাজি বাদ দিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন। জনগণের ভোটে যদি আপনারা সংখ্যাগরিষ্টতা অর্জন করতে পারেন, তাহলে আমরা আপনাদের স্যালুট জানাবো, অভিনন্দন জানাবো।’
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শান্তি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় নুরুজ্জামান বিশ্বাস এমপি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও কারো কাছে মাথা নত করেন নাই। সেই বাপের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনো শক্তির কাছেই মাথা নত করবে না। তিনি কারোর কাছে এই দেশের এক ইঞ্চি জমি লীজ দিবেন না।’
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘এই দেশে আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে, বাংলাদেশের মাটিতেই হবে। কে আসলো, কি আসলো না, সেটা বড় বিষয় নয়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এদেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি, তাদের সরকার গঠন করবেন।’
নুরুজ্জামানা বিশ্বাস এমপি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসা ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষায়, স্বাধীনতাকে রক্ষায় তাই নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে। সেইসাথে এসব স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী পৌর আওয়ালীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, মহিলা আওয়ামীলীগ নেত্রী পারভীন আক্তার প্রমুখ।
সভার আগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ঈশ্বরদী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মালিথা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম