
পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের নবনির্বাচিত শিক্ষক পরিষদের কর্মকর্তাবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর বুধবার পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের শিক্ষক পরিষদ কর্মকর্তা নির্বাচন কমিশন- ২০২৩।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো: বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আউয়াল ও শিক্ষক পরিষদের বিদায়ী সম্পাদক প্রফেসর রওশন আখতার বানু। অনুষ্ঠানে অতিথিদের আগে বক্তব্য প্রদান করেন বিদায়ী ও নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচন কমিশনার বিষ্ণু পদ সরকার।
এর আগে গত ২ অক্টোবর, সোমবার বেলা ১০ টা হতে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রফেসর মো. মাহবুব হাসান সম্পাদক ও মো. রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৩৯ টি ভোটের মধ্যে ১৩৩ টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে সম্পাদক পদে প্রফেসর মো. মাহবুব হোসেন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মজিদ পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার মো. সিরাজুল ইসলাম মুরাদ পেয়েছেন ৫১ ভোট।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান খান পেয়েছেন ৪৩ ভোট। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শেখ মোহাম্মদ হাসান তারেক ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস ছালাম ৭৮ ভোটে বিজয়ী হয়েছেন।
শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর বেলাল হোসেন।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।