বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী বিজ্ঞপ্তি তফসিল ঘোষণা করেছে পাবনা জেলা শাখার। মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তি বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান এই ঘোষণা দেন ।
উপরোক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, ১৯৯৪ সালে কোম্পানী আইনের ২৮নং ধারার অধীনে গঠিত বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর সংঘ বিধি মোতাবেক ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের লক্ষে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হইবে।
মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ: ২১-১০-২০২৩ইং এবং ভোট গ্রহন হবে ১৩-১১-২০২৩ ইং, ভোট গ্রহন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।