স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করেছেন পাবনা সদর উপজেলা পরিষদ।
রবিবার রাতে পাবনা সদর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সহযোগীতায়, রিফাত স্মৃতি সংঘ ও রিফাত মানবিক বধির সংস্থার ব্যবস্থাপনায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিবুল বেনজীর, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রিফাত স্মৃতি সংঘের সভাপতি মুস্তাকিম মুহিব।
অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের ১২টি স্বর্ন ও ৪টি ব্রোঞ্জ মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার ১২জন কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের পরিচালক ও পাবনা সাব চ্যাপটারের সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা বার্লিন থেকে জানান, গত ১৭ জুন বার্লিন, হানস ব্রাউন স্টেডিয়াম, মাইফেল্ডসহ আরও দুটি অলিম্পক পার্কে বিশ্বের ১৯০টি দেশের ৭ হাজার বিশেষ চাহিদা সম্পন্নরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে বাংলাদেশ থেকে ৭৯ জন খেলোয়াড় ও কোচ অন্যান্যরা মিলে ১১৩ জন অংশ নেয়। বাংলাদেশ থেকে ২৬টি স্বর্ণ, ৬টি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে। তার মধ্যে শুধুমাত্র পাবনা সাব চ্যাপটার থেকেই ১২ জন অংশ নিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়ে ব্যাডমিন্টনে ৩টি সোনা, সাঁতারে ৩টি সোনা সহ মোট ১২টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
রেজাউল হোসেন বাদশা আরও জানান, আর্ন্তজাতিকভাবে এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ সম্মান। গত রোববার (২৫ জুন) এই অলিম্পিক শেষ হয়। স্পেশাল অলিম্পিক, পাবনা সাব-চ্যাপ্টার এর কর্মকর্তারা জানান, ২০১০ সালে সংগঠনটির যাত্রা শুরু করার পর থেকে ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিক জয়ের পর অস্ট্রেলিয়ার এশিয়া স্পেসিফিক গেমস, আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস, অস্ট্রিয়ায় উইনটার ওয়ার্ল্ড গেমস এবং সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড সামার গেমস এ অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এসব আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে পাবনার বিশেষ চাহিদাসম্পন্ন খেলয়াড়রা এর আগে ২৩টি পদক জিতেছে এর মধ্যে ১৪টি স্বর্ণ পদক রয়েছে। এবারের স্পেশাল অলিম্পিক গেমসে তাদের সাফল্য বাড়িয়ে দিয়েছে আরও নতুন নতুন স্বপ্ন জয়ের হাতছানি।