পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ।
সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, যুগান্তর ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, একুশে টেলিভিশন ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, ইত্তেফক প্রতিনিধি রুমী খন্দকার, ডেইলী অবজারভার প্রতিনিধি নরেশ মধু, দি বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল হামিদ খান, নিউ এজ প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক আজকের ইতিহাস পত্রিকার সম্পাদক আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, ডেইলী স্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, পাবনা রিপোর্টোর্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, চ্যানেল টোয়েন্টিফোর ও আজকের পত্রিকার প্রতিনিধি শাহীন রহমান, একাত্তর টেলিভিশন ও সময়ের আলো প্রতিনিধি মুস্তাফিজ রাসেল, এটিএন নিউজ ও দেশ রুপান্তর প্রতিনিধি রিজভী জয় প্রমুখ।
বক্তারা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধ, শহরের প্রধান সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা বলেন, যে উদ্যোগ বা পরিকল্পনা করা হোক সেটি যেন মনিটরিং করা হয়। সাংবাদিকরা তাদের পেশাগত কাজ ছাড়া কখনও আপনাকে বিরক্ত করবে না।
এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে নবাগত জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান বলেন, আমার দরজা সকল সাংবাদিক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। পাবনার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে প্রশাসন সাংবাদিক একসাথে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু: আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। গত ২০ জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।