পাবনায় ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবিত প্রকল্প নিয়ে শেখ রাসেল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেলার আয়োজন করে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
শনিবার (২৪ জুন) পাবনা সদর হাসপাতাল সড়কের উত্তর শালগাড়িয়া পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়। পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ড. শরিফুল ইসলাম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ফারুকুল ইসলাম সোহেল, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আশরাফুল আলম লেবু।
মেলায় ৫১টি স্টল নিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা, আধুনিক সোলার প্যানেল, অটোমেটিক রেলওয়ে ক্রসিং, পরিবেশবান্ধব শহর, কম খরচে বিদ্যুৎ, আধুনিক বর্জ্যনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন উদ্ভাবিত সেবা উপস্থাপন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।