
রোটারী ক্লাব অফ পাবনা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা ও ব্র্যাক মাইক্রোফাইল্যান্স কর্মসূচি বিনামূল্যে স্তন ও জরায়ু -মুখ ক্যান্সার পরীক্ষা।
শনিবার সকাল ১০ টার সময় পাবনা জেনারেল হাসপাতালে হলরুম উদ্বোধন হয়। ব্রাক মাইক্রো ফাইনান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব পাবনা ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর আয়োজনে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশ ও লটারি ক্লাব অফ ঢাকা, সেইভ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি উদ্বোধন হয় ।
এসময়ে উপস্থিত ছিলেন রোটা: অব: মেজর খন্দকার বদরুল হাসান,পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক রফিকুল হাসান, রোটা মাহাতাবউদ্দিন বিশ্বাস, পিপি রোটা: ফরিদুল ইসলাম,পিপি রোটা: খন্দকার মবিদুর রহমানব সেতু,রোটা: ডা: তন্ময় প্রকাশ বিশ্বাসপ ( অব:পরিচালক মেন্টাল হাসপাতাল) রোটা: এস এম আলাউদ্দিন পরাগ, রোটা শফিকুর রহমান শান্ত,রোটা: জিয়াউর রহমান বিশ্বাস জিউ, রোটা:আসাদুজ্জামান খোকন, রোটা:মিজানুর রহমান ব্রাক প্রতিনিধি পারুল দাস, রোটার্যাক্ট,ইটার্যাক্ট সহ বিভিন্ন এলাকার রোগী।