জাঁকজমকপূর্ণ পরিবেশে দুবলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়।
দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও দুবলিয়া ফুটবল টর্নামেন্টের পরিচালনা কমিটির সেক্রেটারি ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: আবু ইসহাক মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুস সাত্তার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুবলিয়া অঞ্চলে ক্রীড়া উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করা দরকার, অত্র এলাকার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাঠ ও খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা উচিত। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি, পাবনা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: রেজাউল করিম, আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম নায়েব আলী, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো: বাকা বিশ্বাস, টিপু বিশ্বাস, রইচ বিশ্বাস, বাবুল বিশ্বাস, , সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসাইন, সহসভাপতি আবু হানিফ কাজী, আব্দুল মালেক, জামায়াত নেতা স্বপন মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা সদরের দোগাছি আইয়ুব খান স্মৃতি সংঘের সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর ফুটবল একাদশ লড়াই করেন। ট্রাইবেকারে সিরাজগঞ্জ শাহজাদপুর ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
সার্বিক পরিচালনায় দুবলিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, মোতাহার বিশ্বাস, মুরাদ হোসেন, ইমরান খান, আকাশ বিশ্বাস, টুটুল বিশ্বাস, রুবেল বিশ্বাস, অপু বিশ্বাস, রাসেল হোসেন প্রমুখ।
খেলার ধারাভাষ্যকার ছিলেন মো: আলমগীর হোসেন পিন্টু। রেফারী ছিলেন, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, আমিনুল ইসলাম।