পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্রীদের অনৈতিক প্রস্তাবসহ নানা অপকর্মের বিরুদ্ধে অমরণ অনশন করছে শিক্ষার্থীরা। এসময় জ্ঞান হারিয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ১২দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আচ্ছে তাদের। দাবি না মানায় বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে সাঁথিয়া উপজেলা চত্বরে অমরণ অনশন করছে শিক্ষার্থীরা। বিকেল তিনটার সময় জ্ঞান হারায় দুই শিক্ষার্থী। পরে সহপাঠিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । শিক্ষার্থীরা জানান তাদের এক দফা দাবি না মানা হয়ে অমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।