টার্গেট করে সংঘবদ্ধভাবে বাইসাইকেল চুরি করতো- পাবনায় এমন বাইসাইকেল চোর চক্রের সন্ধান পাওয়া গেছে। চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে বুধবার রাতে শহরের লাইব্রেরী বাজার এলাকা থেকে এক চোরকে আটক করে পুলিশ।
আটককৃত জাকির হোসেন (৩৫) পাবনা উপজেলার সদরের চরসাধুপাড়া ঝুটপট্রি এলাকার মৃত ছানার উদ্দিনের ছেলে।
ওসি রওশন আলী জানান, বুধবার দিনগত রাতে শহরের লাইব্রেরী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় জাকির হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ১৫ টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক জাকিরসহ দুইজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের হয়েছে।
আটককৃত জাকির পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় যে তারা কয়েক জনের একটি চক্র রয়েছে। যারা শহরের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে বিক্রি করে থাকে। এর সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে বলেও জানান ওসি।