
ভারতের চাপিয়ে দেওয়া রাজনীতি বাংলার জনগণ মেনে নেবে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।
রবিবার (২৩ মার্চ) বিকালে সরকারি এডওয়ার্ড কলেজ মিলনায়তনে এডওয়ার্ড কলেজ ছাত্রদল আয়োজিত কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে। দেশী ও বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। দেশে আর কোনদিন প্রভুত্ববাদী রাজনীতি করতে দেওয়া হবে না। বিএনপি সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে উন্নয়নমুখী রাজনীতি করবে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার,পাবিপ্রবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানজিদ প্রান্ত, পাবনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, মাহফুজুর রহমান শ্রাবণ, ইমরুল কায়েস কাব্য, সাকিব হোসেন জামিল, সাইফ উদ্দিনসহ প্রমুখ।
ইফতার মাহফিলে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।