‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভইরা লইয়া যায়, ধনী-গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়’ এমন সব ডাকাডাকি শোনা যায় রমজান মাসে পুরান ঢাকা চকবাজারে ঢুকলেই। ঐতিহ্যবাহী এ খাবারটির পরিচিতি রয়েছে দেশ-বিদেশে। ঢাকার মত হাক-ডাক না থাকলেও সেই মুখরোচক ইফতারির পদ এখন পাওয়া যাচ্ছে পাবনায়। বিস্তারিত ভিডিওতে…