আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হলো আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস, ২০২৪।
বুধবার সকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় দিবসটি পালন করা হয়৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি পাবনা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, সহকারী পুলিশ সুপার জনাব আরজুমা আক্তার, বিআরটিএ, পাবনার সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পাবনা শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ খান।
আলোচনা সভায় বক্তারা শব্দ দূষণের কারণ ও এর ক্ষতিকর দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমানে শব্দ দূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে । শব্দ দূষণের ফলে নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়াসহ শিশু, গর্ভবতী নারী ও হৃদরোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করে শব্দ দূষণ । শুধু আইন প্রয়োগ করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।