জেলা প্রতিনিধি, পাবনা
নিজের ভাতিজাকে শাসন করার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলায় কৃষি সমবায় সমিতির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৬ দিন পরও মামলা না হওয়ায় নিরাপত্তাহিনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন। এর আগে গত রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের রামানন্দপুর ডিটি কৃষি সমবায় সমিতির অফিসে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার উশৃঙ্খল ছেলেদের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করে নিজের ভাতিজা জিমকে শাসাচ্ছিলেন তার চাচা ঝন্টু ও পরিবার। এ সময় এলাকার উশৃঙ্খল কিছু দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে জিমকে শাসানোর কারণ জানতে চান। তখন দুর্বৃত্তদের বাড়ি থেকে বের করে দেন ঝন্টু ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে বাড়ি সংলগ্ন ঝন্টুর রামানন্দপুর ডিটি কৃষি সমবায় সমিতির অফিসে হামলা চালায়। টিনসেডের অফিস কুপিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। এসময় সমিতির অফিসের ক্যাশ ট্রেবিলের ড্রায়ার ভেঙে টাকা-পয়সাও লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এঘটনায় ঝন্টুর বড় ভাই মো. রতন বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এখনো মামলা দায়ের হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন বলেন, অভিযোগ আছে। ভাতিজাকে শাসন করায় তার বন্ধুরা চাচার অফিস ভাংচুর করেছে। আসামিরা পলাতক রয়েছে। আমি তদন্ত করেছি, এখন মামলা হবে কিনা থানার অফিসার (থানার ওসি) বলতে পারবেন।