৬৫ পেরিয়ে শব্দটি শুনে অনেকেই চমকে যেতে পারেন যারা পাবনার কবি সিফাত রহমান সনমকে চেনেন। কারন এত তাড়াতাড়ি তো ৬৫ বছর পেরিয়ে যাবার কথা নয় তার। মুলত ৬৫ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি। বৃহত্তর পাবনা থেকে প্রথম প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম। গতকাল একজন অসহায় দরিদ্র রোগীকে সন্ধানীর মাধ্যমে রক্তদান করে তিনি ৬৫ সংখ্যাটি ছাড়িয়ে যান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সন্ধানী ডোনার ক্লাব পাবনার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর। এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাধারন সম্পাদক আবুল হাশেম রোজ, প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য সাব্বির হোসেন রিপন, আজীবন সদস্য সাইফুল ইসলাম মুকুল, সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান জীবন, কার্যকরি সদস্য সালমা বেগম লিপি, বিউটি খাতুন প্রমূখ। পরবর্তিতে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির প্রেক্ষাপট ও দেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সাহসী প্রেক্ষাপট ও ভূমিকার কথা তুলে ধরে আলোকপাত করেন।
উল্লেখ্য, সাংবাদিক ছিফাত রহমান সনম সন্ধানী ডোনার ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ক্লাবের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। মরহুম আজিজুর রহমান ও রাশিদা রহমান এর সন্তান ছিফাত রহমান সনম বসবাস করেন পাবনার দিলালপুর টাউন হল পাড়ায় (বনমালীর পাশে) । পাবনা প্রেসক্লাব, বনমালী ইনস্টিটিউট, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সন্ধানী ডোনার ক্লাব, গণশিল্পী সংস্থা, স্বপ্নের বাক্শ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন তিনি। জাতীয় শিশু কিশোর সংগঠন কলকাকলী কচিকাঁচার মেলা পাবনা শাখার সংগঠকের দায়িত্ব পালন করেছেন। গণশিল্পী সংস্থার শিল্পী হিসেবে বেশ কয়েকটি পথ নাটকে অভিনয় করেন। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে জেলা জুড়ে পরিচিতি রয়েছে তার। ছাত্রাবস্থায় শিশু একাডেমি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে আয়োজিত আবৃত্তি ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়ে একাধিকবার বিভাগীয় পর্যায়ে অংশ নেন। দায়িত্ব পালন করেন পাবনা রোটার্যাক্ট ক্লাবের এডিটর হিসেবে। সন্ধানী ডোনার ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাবনা থেকে প্রথম প্রকাশিত কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা প্রযুক্তির সূর্যের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পাবনা প্রেসক্লাবে একাধিকবার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এই ক্লাবের।
সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী এ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি-এর জাতীয় পুরস্কার লাভ করেন। বেসরকারী টেলিভিশন যমুনা টিভিতে কাজ করবার সময়ে ইভেন্ট ভিত্তিক সেরা প্রতিবেদকের পুরস্কার পান তিনি। জঙ্গীবাদ মোকাবেলায় সাহসী প্রতিবেদনের জন্য কাউন্টার টেরিজম ইউনিট ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়া হয় সম্মাননা। সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের বুনিয়াদি সাংবাদিক কোর্স, প্রশিক্ষণ নিয়েছেন টেলিভিশন সাংবাদিকতায়। সেভ দ্যা চিলড্রেন অষ্ট্রেলিয়া ঢাকা অফিস থেকে নিউজ লেটার পাবলিকেশনের ওপর প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন পাবনাসহ কয়েকটি জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের। জাতীয় পর্যায়ে প্রকাশিত তার লেখা বেশ কিছু প্রবন্ধ সমাদৃত হয়েছে পাঠক মহলে। ইতোমধ্যেই তার ১৪ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা আকৃষ্ট করেছে পাঠকদের। ২০১১ সালে ও ২০১৩ সালে পাবনার একুশে বইমেলায় সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হওয়ায় তাকে প্রদান করা হয় সেরা লেখক পুরস্কার। তিনি পাবনার সন্ধানী ডোনার ক্লাবের মাধ্যমে এপর্যন্ত ৬৫ জন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে মানব সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।