চুপচাপ চারিদিক। সুনসান নিরবতা ভাঙ্গলো পুলিশের বাঁশি আর গাড়ির সাইরেনে। গাড়ি এসে থামলো পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের আঙ্গিনায়। গাড়ি থেকে নামলেন প্রতিষ্ঠানটির একমাত্র সম্মানপদ সদস্য মো. সাহাবুদ্দিন। তবে এবার তিনি ফিরে এসেছেন নবরূপে। বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে এখানে পা রাখলেন তিনি। ফুল দিয়ে তাঁকে বরণ করে নিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। বনমালী শিল্পকলা কেন্দ্র আয়োজিত গানের অনুষ্ঠানে যোগ দিতে মহামান্যের এই আগমন। কবিগুরুর কথায় কথা মিলিয়ে তাই বলাই যায় “ওই মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ লাগে / মর্ত ধূলির ঘাসে ঘাসে।”
বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে বসে বাউল গান উপভোগের মাধ্যমে রাষ্ট্রপতি তাঁর নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরের ইতি টানলে। মঞ্চে গান পরিবেশন করেন শিল্পী নবনীতা চৌধুরী। সঙ্গীত পরিবেশনের মাঝে মাঝে বাউল গানের দর্শন ও গানের কথা নিয়ে কিঞ্চিৎ আলোচনাও করেন এই শিল্পী। লালন সাঁইয়ের গান দিয়ে শুরু ও শেষ হয় অনুষ্ঠান। মাঝে পরিবেশন করেন বাউল শাহ আবদুল করিম, হাসন রাজা, রাধারমন ও সিলেটের ধামাইল গান। গানে গানে পেরিয়ে যায় প্রায় দেড় ঘন্টা সময়। সুরের মুর্ছনায় আবিষ্ট হয়ে থাকেন উপস্থিত অতিথি দর্শকেরা।
এই গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী সহ উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গী ও আত্বীয় স্বজনরা।
বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী সমাপনি বক্তব্যে জানান, গানের সুন্দর আয়োজনের মাধ্যমেই শেষ হলো মহামান্য রাষ্ট্রপতির চারদিনের সফরের আনুষ্ঠানিকতা। বাউল গানের মধুর সুরেই শেষ হলো তাঁর শেষ কর্মসূচি।
অনুষ্ঠান শেষে শিল্পীদের সাথে ছবি তুলে অনুষ্ঠান স্থান ত্যাগ করেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৮ মে) বেলা পৌঁনে ১২টায় নিজ জেলা পাবনা ছেড়েছেন তিনি। আর গত চারদিনে বিভিন্ন স্থানে রেখে গেছেন তাঁর হাস্যোজ্জল কিছু মুহুর্ত। বনমালী শিল্পকলা কেন্দ্রে তাঁর তেমনই কিছু মুহুর্ত নিয়ে চলতি বার্তার বিশেষ আয়োজন এই ছবির বার্তা- চিরচেনা “বনমালীতে মহামান্য, বাউল গীতির মুগ্ধতায় ইতি হলো পাবনা সফর”
রাষ্ট্রপতি আসছেন, তাই হাস্যোজ্জল বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। সাথে সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ্ ও মাঝে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ছবি- চলতি বার্তা
ফুল হাতে মহামান্যের অপেক্ষায়। ছবি- চলতি বার্তা
বনমালী শিল্পকলা কেন্দ্রে ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি- চলতি বার্তা
কঠোর নিরাপত্তার মাঝে বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনের দিকে চলেছেন তিনি। ছবি- চলতি বার্তা
সবার দিকে তাকিয়ে রাষ্ট্রপতি। ছবি- চলতিবার্তা
নির্ধারিত আসনে বসলেন তিনি। ছবি- চলতি বার্তা
হাসি মুখে কথা বলছেন তিনি। ছবি- চলতি বার্তা
অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিরাও ছিলেন হাস্যোজ্জল। ছবি- চলতি বার্তা
প্রাণবন্ত ও হাস্যোজ্জল ছিলেন তিনি। ছবি- চলতি বার্তা
পাশাপাশি হাস্যোজ্জল দু’জন। ছবি- চলতি বার্তা
আমন্ত্রিত অতিথিরা। ছবি- চলতি বার্তা
কখনো বা গভীর মনোযোগ দিয়ে গান ডুবে গেছেন মহামান্য। ছবি- চলতি বার্তা
গানের মাঝে মধ্যে চলছে গল্পও। ছবি- চলতি বার্তা
গান পরিবেশন করছেন শিল্পী নবনীতা চৌধুরী। ছবি- চলতি বার্তা
দর্শক সারীতে গভীর মনোযোগে গান উপভোগ করছেন তিনি। ছবি- চলতি বার্তা
আবারো হেসে উঠেছেন তিনি। ছবি- চলতি বার্তা
সমাপনি বক্তব্য দিচ্ছেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। ছবি- চলতি বার্তা
অনুষ্ঠান শেষেও প্রাণোচ্ছল তিনি। ছবি- চলতি বার্তা
মুখোমুখি কথোপকথন। ছবি- চলতি বার্তা
যেতে যেতে হাসি মুখে গল্প চলছে। ছবি- চলতি বার্তা
শেষ হলো সব আয়োজন । হাসি মুখে এবার ফেরার পালা। ছবি- চলতি বার্তা
বিদায়ের আগে শেষ ছবি। ছবি- চলতি বার্তা